ভালবাসার সাতকাহন (ধারাবাহিক গল্পঃ পর্ব-৫)
লিখেছেন লিখেছেন মামুন ১৬ অক্টোবর, ২০১৪, ১২:০৫:৪৭ দুপুর
৫.
রাশেদুল করীম সাহেব মোবাইল হাতে বারান্দা থেকে নিজের রুমে চলে এলেন।বিছানায় বসে আয়েশা বেগম কিছু একটা দেখছিলেন। তিনি ঢুকতেই জিনিসটা লুকানোর চেষ্টা করলেন। রাশেদুল করিম হাসিমুখে আয়েশা বেগমের পাশে এসে বসলেন। আয়েশা বেগম জিজ্ঞেস করলেন-
: কি ব্যাপার? এতো খুশী লাগছে কেন তোমাকে?
তিনি বউ এর দিকে তাকালেন। মোবাইল হাতে নিয়ে বললেন-
: শাহেদকে ফোন করেছিলাম।
আয়েশা আনন্দের কারণ জানলেন। তবে ছোট ছেলে শাহেদের সাথে কথা বলাটাই মূখ্য কারণ হতে পারে না। নিশ্চয়ই অন্য কিছু রয়েছে। কিন্তু কি হতে পারে সেটাই ভাবতে থাকেন। একটু আনমনা হয়ে পড়েন। আর সেই সুযোগে যে জিনিসটি স্বামীর কাছ থেকে লুকানোর চেষ্টা করছিলেন, সেটিই উন্মুক্ত হয়ে পড়ল।
একটা অ্যালবাম।
: আবারও তুমি ওকে দেখছিলে?
রাশেদ সাহেবের কথায় আয়েশা একটু চমকালেন। প্রথমটায় ঠিক বুঝে উঠতে পারলেন না। কিন্তু স্বামীর দৃষ্টিকে লক্ষ্য করে বিছানায় শাড়ীর আঁচলের নীচ থেকে বের হওয়া বড় ছেলে রায়হানের হাসিমুখ নজরে পড়ে। দুজনে দুজনের দিকে তাকান। রাশেদ সাহেবের চেহারায় একটু আগের আনন্দের লেশমাত্রও নেই। কিন্তু তার চোখ সে কথা বলছে না। আয়েশা বেগম বুঝে উঠতে পারলেন ওনার স্বামী যা বলছেন সেটাই আসল কথা নয়। রাশেদ সাহেবের প্রশ্নকে উপেক্ষা করে জিজ্ঞেস করলেন-
: কি বলল শাহেদ? সবাই ঠিকমত পৌঁছেছে?
: হ্যা। অফিসে ছিল যখন কথা বলছিলাম। কিন্তু তুমি আমার প্রশ্নের জবাব দিলে না?
: যে প্রশ্নের কোনো জবাব হয় না, সেরকম প্রশ্ন কেন কর?
আয়েশা অ্যালবামটা হাতে তুলে নেন। পরম মমতায় ছেলের ছবির উপর দিয়ে মুখে হাত বুলান। হৃদয়ের মমতা হাতের স্পর্শের ভিতর দিয়ে ছেলের ছবিতে ট্রান্সফার করার চেষ্টা করেন। চারশো কিলোমিটারেরও অধিক দূরত্ব পেরিয়ে ছেলে কি তা অনুভব করে?
হয়তো!
হয়তো করে না।
কিন্তু মায়ের সাথে যে নাড়ির সম্পর্ক!
আজ হয়তো পরিবারের সদস্যদের উপর রাগ করে মায়ের থেকে সে দূরে সরে আছে, কিন্তু এই টেলিপ্যাথিক সম্পর্ক যাকে এখনো আধুনিক বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি- সেটা দূরত্বের বাধা অতিক্রম করে দু’টি হৃদয়কে সবসময়েই কাছে রাখে।
আজ দশটি বছর ছেলে কাছে নাই!
মোবাইলেও কথা হয় না। তবু কি দুজন দুজনের কাছে ‘আউটসাইডার’ ?
রাশেদ সাহেব একটু অবাক হন। আজ কি হল তার অর্ধাঙ্গিনীর? স্ত্রীর হাত দুটো আলগোছে নিজের হাতে তুলে নেন। এতগুলো বছর এক সাথে পথ চলে... তিল তিল করে জমে উঠা সমঝোতা এবং সীমানা পেরিয়ে একে অন্যের হয়ে যাবার গভীর ভালবাসার অফুরন্ত যে খনির সন্ধান দুজনে পেয়েছেন- সেখান থেকে কিছু প্রগাঢ় ভালোবাসা তুলে আনেন। নিজের হৃদয়ের সর্পিল পথ ধরে সেই ভালোবাসা অর্ধাঙ্গিনীর হৃদয়ের চেনা পথটি দিয়ে সেই ভালোবাসা স্ত্রীর মনের গহীনে ঢেলে দেবার চেষ্টা করেন।
স্বামীর স্পর্শে মুখ তুলে তাকান আয়েশা বেগম।
জীবনের এতোগুলো পথ পেরিয়ে আজ এই স্পর্শ যদিও তাঁকে শিহরিত করে তোলে না।
কিন্তু এক পরম নির্ভরতার অনুভূতি লাভ করেন।
কেউ আছে!
অতি কাছে!
যে ভালোবাসে!
এমন অপার্থিব অনুভূতি!!
কোনো ভাষা যাকে প্রকাশ করতে পারে না। এ কেবলি অনুভব করা যায়।
রাজধানী থেকে বহুদূরে এক মফঃস্বল শহরে এক মা এই মুহুর্তে ঠিক এমনই এক অনুভূতিতে প্রগলভ হয়ে পড়েন।
: তুমি রায়হানের নতুন বাসার কথা শাহেদকে বলেছ, না?
মুহুর্তে আয়েশা বেগমের হাত ছেড়ে দেন রাশেদ সাহেব।
একজন অভিমানী বাবা!
জীবনের শেষপ্রান্তে এসে রিক্ততার গোলকধাঁধায় কিছুটা বিপর্যস্ত এই ষাটোর্ধ মানুষটি নিজের অর্ধাঙ্গিনীর কাছে ধরা পড়ে গিয়ে নিজের ভিতরের অদৃশ্য ছদ্মাবরনে নিজেকে ঢেকে নিতে আপ্রাণ চেষ্টা করেন।
কিন্তু পারেন কি?
ঘরের দক্ষিণের জানালার বাইরে তখন শেষ বিকেলের আলো অপুর্ব বর্ণচ্ছটায় চারপাশকে ধুয়ে দিতে চাচ্ছে! সেদিকে তাকিয়ে রাশেদ সাহেব নিজের ভেতরটাও ধুয়ে ফেলতে চান।
কিন্তু কতটা পারেন?
পারেন না।
পারেন না বলেই দু’ফোটা অশ্রু চোখে পাশ বেয়ে গড়িয়ে পড়ে।
নিজেকে লুকাতে চেয়ে নীরবে রুম থেকে বেরিয়ে যান। আর ঠিক তখুনি স্বামীর একটু আগের আনন্দের কারণটিও আয়েশা বেগমের জানা হয়ে যায়।
বড় ছেলেটি যে রাশেদ সাহেবের কত প্রিয় তা ওনার বাহ্যিক কঠোর আচরণে অন্য কেউ না বুঝলেও তিনি তো জানেন। কিন্তু মানুষটা তার কাছ থেকেও অনুভূতিগুলো কেন লুকাতে চান সেটা বুঝতে পারেন না।
মাগরিবের নামাজের প্রস্তুতি নিতে তিনিও বিছানা ত্যাগ করেন।
রায়হান নামের ছেলেটার হাসিমুখ ছবির অ্যালবামে রয়ে যায়... বিছানার উপর। এই একই ছবি ওর দুজন প্রিয় মানুষের হৃদয়েও যে একই রকম গাঁথা রয়েছে শত শত মেইল দূরে থেকে রায়হান কি তা অনুভব করে?
... ... ...
মিতুকে আজ নার্সারিতে ভর্তি করে দিয়ে আসা হয়েছে।
এইমাত্র ওরা তিনজন নতুন বাসায় ফিরলো। মিতু খুবই উত্তেজিত! স্কুলটি ওর খুব পছন্দ হয়েছে। স্কুলের নামটাও খুব সুন্দর।
‘কলতান বিদ্যানিকেতন’।
শমশেরনগর আবাসিক এলাকাটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথেই। দেশের অন্যতম বিখ্যাত আবাসিক বিশ্ববিদ্যালয়। সেখানেরই কয়েকজন শিক্ষকের স্ত্রী মিলে এই কেজি স্কুলটি চালাচ্ছেন। বেশ নামডাক রয়েছে।
রুমা খুব খুশী। ইতোমধ্যে সে তার নতুন সংসার বেশ গুছিয়ে নিয়েছে। ওদের প্লটটি এই আবাসিকের সব থেকে বড় প্লট। পনের শতাংশ যায়গা এখানে।
রুমার মামা পুরো যায়গাটিকে প্রথমে উঁচু বাউন্ডারি ওয়াল দিতে বললেন। প্রতিদিন রাত ন’টায় ওদের সাথে তিনি আমেরিকা থেকে মোবাইলে কথা বলেন। ঘড়ি ধরে বাংলাদেশ সময় ন’টায় তার ফোন আসবেই। মা-বাবা হারা রুমার প্রতি তার হৃদয়ে সীমাহীন ভালোবাসা। আজ প্রায় পাঁচ বছর ধরে স্টেটস এ রয়েছেন। দেশে থাকতে তিনি-ই রুমার বিয়ে দিয়েছিলেন রায়হানের সাথে। আজ রুমার এই অবস্থার জন্য তিনি নিজেকেই দায়ী করেন। এজন্যই ওদের ছোট্ট এই পরিবারটিকে একই সাথে মা-বাবার ভালোবাসায় আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে চলেছেন। রায়হানকে রুমার জন্য নির্বাচন করা কি ভুল সিদ্ধান্ত ছিল? ওখানে বসে মাঝে মাঝে ভাবেন। তবে ভেবে ভেবে ক্লান্ত হওয়া ছাড়া আর কোনো লাভ হয় না। রায়হানের জন্য গত দশ বছরে তিনি তো কম চেষ্টা করেন নাই। কিন্তু রায়হান প্রকৃতিগতভাবে অস্থির, একগুঁয়ে এবং প্রচন্ড রাগী স্বভাবের। তাই আজও সে নিজের পায়ে দাঁড়াতে পারেনি। মোবাইলে কথা বলার সময়ে কখনো কখনো এ কথা রায়হানকে তিনি বলেনও। তবে এতে করে তার অজান্তে রুমারই কষ্ট বাড়ে।
প্রতিবার রুমার মামার কাছ থেকে এগুলো শুনে রায়হান রুমার সাথে চ্যাঁচামেচি করে। মিতুর সামনেই।
ছোট্ট শিশুটি তখন বাবার নতুন এই রূপটি দেখে নিজের ভিতরে বিচিত্র বোধহীন নির্জীবতায় ভোগে। এভাবেই বেড়ে উঠছে সে।
কিন্তু ওর বিকাশ হচ্ছে কি?
রায়হান এটা বোঝে না। জগৎ সংসারের প্রতি ওর কেন জানি প্রচণ্ড এক বিদ্বেষ কাজ করে। সেও এক বিচিত্র মানুষ। কিন্তু প্রথমদিকে সে এমন ছিল না। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকানো এক সম্ভাবনাময় যুবক সময়ের পরিক্রমায় কিভাবে যেন আজকের এই অস্বাভাবিক মানুষটিতে পরিণত হয়েছে।
ফ্রেশ হয়ে রায়হান ওদের রুমের বারান্দার সামনের খোলা যায়গাটিতে প্লাস্টিকের চেয়ার নিয়ে বসে। সুন্দর একটি বাগান করার চেষ্টা করেছে রুমা। ফুলবাগান। বেশ ছায়াঘেরা যায়গাটি। রুমার মামা যায়গাটি কেনার পরে পুরো বাউন্ডারি ঘিরে বেশ কয়েক জাতের ওষুধি গাছ লাগিয়েছিলেন। সেগুলো এতো বছরে বড় হয়েছে। এগুলোর ভীড়ে দেশী গাছও রয়েছে।
চেয়ারে বসে বসে রায়হান মিস্ত্রীর কাজ দেখে। বাউন্ডারি ওয়ালের কাজ চলছে।
আজ পনেরদিন হয়ে গেছে ওরা এখানে শিফট হয়েছে। দশ ফুট একটু বেশী উচ্চতা হয়ে গেল কি? তবে বাড়ির জন্য সুরক্ষা হলেও বাতাস প্রবাহের পথ কিছুটা রুদ্ধতাপ' হয়ে যাবে।
প্রতিটি এলাকা-ই প্রায় একই রকম।
কেউ নতুন বাড়ি বা যে কোনো ধরণের নির্মাণ কাজ শুরু করলেই এলাকার ছেলেরা মুর্তিমান উপদ্রব হিসেবে আবির্ভূত হয়। শমশেরনগর আবাসিক এলাকাও তার ব্যতিক্রম নয়।
কাজ শুরুর প্রথম দিনেই কয়েকজন পরিচয়ের উছিলায় রায়হানের কাছে আসে। ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত এলাকার ক্লাবের জন্য কিছু ‘ডোনেশন’ দাবী করে। সেদিনের মত ওদেরকে বিদেয় করে দিয়ে রায়হান ভাবতে বসে কি করা যায়।
রাতে মামা ফোন করলে তাকেও সব কিছু জানায়।
‘আচ্ছা দেখছি’ বলে মামা ফোন রেখে দেন।
পরের দিন সকালে নেতা জসীম রায়হানের সাথে দেখা করে। রুমা তার আপ্যায়নে কোনো ত্রুটি রাখে না। কথা প্রসঙ্গে এলাকার ছেলেদের দাবীর কথা রায়হান তাকে জানায়। তিনি হেসে বলেন-
: কোনো চিন্তা করবে না। আর তোমরা আমার ছেলেমেয়ের বয়সী। এজন্য তুমি করেই বলছি। তোমার মামার সাথে আমার কথা হয়েছে। দেশে থাকতে এই যায়গাটা আমি-ই তাকে কিনতে সাহায্য করেছিলাম। আমার সাথে ভালো সম্পর্ক হয়েছিল।
এভাবেই জসীম নেতা নামের শিয়ালের মত ধূর্ত গ্রাম্য রাজনীতির এক নষ্ট স্তম্ভ রায়হানের জীবনে স্থাপিত হয়। তার পরামর্শেই এলাকার ছেলেদেরকে বাউন্ডারি ওয়ালের জন্য ইট ও বালি সাপ্লাইয়ের কাজটি দিয়ে দেয়। সেই সুবাদে ওদের সাথেও রায়হানের প্রাথমিক সখ্যতা গড়ে উঠে।
মিস্ত্রীদের কাজ দেখতে থাকা রায়হান বসে বসে এসবই ভাবছে। কিন্তু ওর চিন্তায় এই কথাটি আসেনা যে, জসীম নামের লোকটিই এলাকার ছেলেদেরকে নিয়ন্ত্রন করে। আর তার পরামর্শেই ছেলেরা প্রথমবার ওর কাছে এসেছিল চাঁদা চাইতে। যেখান থেকে লাভের কিছু কমিশন তার পকেটেও যাবে। এভাবে তো চলে আসছে সবকিছু। একটা চক্র যা এদেশে এভাবেই পৌনঃপুনিক চলে আসছে... হয়তো চলতেই থাকবে।
মিতু এসে বাবার পাশে দাঁড়ায়।
রায়হানের মাথায় হাত বুলিয়ে দেয়। নিজের মেয়ের হাতের কোমল স্পর্শে কেন জানি রায়হানের ঘুম ঘুম আবেশ এসে যায়। সে ফিরে যায় বেশ আগে। নিজের মায়ের স্পর্শকে মনে পড়ে।
'ওহ মা!'
হৃদয়ের গভীর থেকে শব্দ দুটি নিঃশব্দে বের হয়ে আসে!
আজ এতোগুলো বছর মা থেকে দূরে রয়েছে। কিন্তু নিজের চেতনা থেকে কি তাঁকে দূরে সরাতে পেরেছে?
দু’চোখ বেয়ে মনের কষ্টগুলো পানি হয়ে বের হয়ে যেতে থাকে। কিন্তু তাতেও কি হৃদয়ের পাষাণভার একটুও কমে?
নিজের জনকের প্রতি জেদ একটুও হাল্কা হয়?
: তুমি কাঁদছ কেন পাপা?
মেয়ের কথায় মেয়েকে কাছে টেনে নেয়। কোলে উঠিয়ে বুকের সাথে ধরে রাখে। মিতু অবাক হয়। বাবার বুকে চুপ করে থেকে আড়চোখে বাবাকে দেখতে চেষ্টা করে।
: কাঁদছি না আম্মু। চোখে কি যেন একটা পোকা পড়ল। তাই পানি বের হচ্ছে।
নিজের মেয়ের কাছে মিথ্যে বলার জন্য খুব খারাপ লাগে রায়হানের। একটু গ্লানিবোধ করে।
মিতু ওর পাপার কথায় ওর মনে জমে থাকা এক প্রশ্নের উত্তর খুঁজে পায়। ওর পাপা যখন আম্মুর সাথে রাগারাগি করে বাসার বাইরে চলে যায়, তখন আম্মুর চোখেও মনে হয় পোকাই পড়ে। তাইতো আম্মুর চোখ দিয়েও তখন এভাবে পানি পড়তে থাকে।
(ক্রমশঃ)
বিষয়: সাহিত্য
৮৬৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীবনের টানা-পোড়ন অসাধারণ নান্দিকতায় মুর্ত হয়ে উঠে আপনার হাত ধরে।অনুভূতি কে নাড়িয়ে যায় ভীষন ভাবে। নতুন উপলব্ধি সৃষ্টি হয় যেন!
অনেক ধন্যবাদ ও ভাল লাগা ঘিরে থাক আপনাকে।এই কামনা।
আপনার মন্তব্যও কম নাড়িয়ে দিয়ে যায় না।
জাজাকাল্লাহু খাইর।
সুন্দর লিখা বরাবরের মতই আকর্ষনীয় ও মনোমুগ্ধকর গল্প। অনেক ধন্যবাদ
জাজাকাল্লাহু খাইর।
আল্লাহপাক আপনাকে সবসময় ভালো রাখুন-আমীন।
বড় ছেলেটি যে রাশেদ সাহেবের কত প্রিয় তা ওনার বাহ্যিক কঠোর আচরণে অন্য কেউ না বুঝলেও তিনি তো জানেন।
কিন্তু মানুষটা তার কাছ থেকেও অনুভূতিগুলো কেন লুকাতে চান সেটা বুঝতে পারেন না।
পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
মন্তব্য করতে লগইন করুন